
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বদলি করা হল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন অজয় ঠাকুর। শনিবার ১ ফেব্রুয়ারি এবিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অজয় ঠাকুর এই মুহূর্তে রাজ্য কারা দপ্তরের ডিআইজি পদে আছেন। অন্যদিকে বিদায়ী ব্যারাকপুর পুলিশ কমিশনারকে পাঠানো হল রাজ্য পুলিশের ডিআইজি (ট্রাফিক) পদে। সূত্রের খবর এদিনই দায়িত্ব নিতে চলেছেন অজয়।
সম্প্রতি ব্যারাকপুর কমিশনারেটের এলাকায় খুন হন এক তৃণমূল কর্মী। সেই মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এর আগেও একাধিক অপরাধের ঘটনা ঘটেছে এই পুলিশ কমিশনারেট এলাকায়। সাধারণ অপরাধ ছাড়াও ঘটেছে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ। ফলে সেইদিক থেকে পুলিশ কমিশনারের বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও সরকারি সূত্রের খবর অনুযায়ী এটি একটি রুটিন বদলি। কিন্তু লক্ষনীয় নতুন কমিশনার পদে এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যার ব্যারাকপুর সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা আছে। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অজয় ঠাকুর একসময় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। সেজন্য ব্যারাকপুরের অপরাধ ও অপরাধী, দুই বিষয়েই তাঁর যথেষ্ট অভিজ্ঞতা আছে।
এর পাশাপাশি অতীতেও বহু বিপজ্জনক অপরাধীকে ধরার অভিজ্ঞতা আছে অজয়ের। কর্মজীবনের প্রথমে হুগলির শ্রীরামপুরে মহকুমা পুলিশ আধিকারিক পদে যখন ছিলেন তখন গ্রেপ্তার করেছিলেন হুগলির তৎকালীন ত্রাস হুব্বা শ্যামলকে। পাশের জেলা হাওড়ার বালি থেকে রাতে অভিযান চালিয়ে হুব্বাকে ধরে এনেছিলেন তিনি। সিআইডিতে বদলি হওয়ার পর সেখানেও বহু অপরাধের কিনারা করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এখন দেখার অপেক্ষা ব্যারাকপুরের হালফিলের পরিস্থিতি তিনি কীভাবে সামাল দেন। এদিন আরও এক আইপিএস অফিসার বদলি হয়েছেন। রাজ্য পুলিশের ট্র্যাফিক বিভাগের সুপার রাজনারায়ণ মুখার্জিকে পাঠানো হয়েছে রাজ্য সশস্ত্র পুলিশের সেকেন্ড ব্যাটালিয়নের সিও পদে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও